ঢাকা, মঙ্গলবার   ১৪ জানুয়ারি ২০২৫

নোয়াখালীতে অস্ত্রসহ ১২ মামলার আসামী গ্রেপ্তার

নোয়াখালী প্রতিনিধি

প্রকাশিত : ১৩:২১, ২১ জুন ২০২১

নোয়াখালীর চাটখিলে পুলিশ হত্যা ও মাদকসহ ১২ মামলার আসামী ফজলুর রহমান মধুকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় তার কাছ থেকে একটি দেশীয় তৈরি পাইপগান উদ্ধার করা হয়।

রোববার (২০ জুন) রাত আড়াইটায় গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার নোয়াখলা ইউনিয়ন থেকে তাকে গ্রেপ্তার করে চাটখিল থানার উপ-পরিদর্শক (এসআই) কৃষ্ণ কুমার দাস। গ্রেপ্তারকৃত ফজলুল রহমান উপজেলার খিলপাড়া ইউনিয়নের শ্রীপুর গ্রামের সাম মিয়ার ছেলে।

পুলিশ জানায়, মধু এ অঞ্চলের শীর্ষ সন্ত্রাসী জিসানের অন্যতম সহযোগী। ৪টি হত্যা, ৪টি মাদক মামলাসহ মোট ১২টি মামলার আসামী সে। এছাড়াও কয়েকটি ওয়ারেন্টভুক্ত মামলার পলাতক আসামী মধু। সে দীর্ঘদিন থেকে আত্মগোপনে থেকে সন্ত্রাসী কার্যক্রম চালাছিল। 

চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ারুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, অস্ত্র উদ্ধারের ঘটনায় তার বিরুদ্ধে আরেকটি মামলা দায়েরের প্রস্তুতি চললে। আজ তাকে নোয়াখালী চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।

এএইচ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি