ঢাকা, শনিবার   ০৫ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

কামাল লোহানীর প্রয়াণ বার্ষিকীতে একুশে পরিষদ নওগাঁ`র শ্রদ্ধাঞ্জলি

নওগাঁ প্রতিনিধিঃ

প্রকাশিত : ২০:২৫, ২১ জুন ২০২১

Ekushey Television Ltd.

সাংবাদিক, শব্দসৈনিক,সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও ভাষা সংগ্রামী একুশে পদক প্রাপ্ত মরহুম কামাল লোহানী প্রথম প্রয়াণ বার্ষিকী উপলক্ষে তাঁর স্মরণে সামাজিক সংগঠন একুশে পরিষদ নওগাঁ শ্রম্ধাঞ্জলী জানিয়েছেন। এ উপলক্ষে রোববাব রাতে শহরের প্রচীন প্যারীমোহন সাধারণ গ্রন্থাগারে এক আলোচনা সভার আয়োজন করা হয়। 

স্বাস্থ্যবিধি মেনে সংক্ষিপ্ত পরিসরে প্রথমেই ভাষা সংগ্রামীর প্রতিচ্ছবিতে মপল্যদান,পুস্প স্তবক অর্পণ ও একমিনিট নিরবতা পালনের মধ্র দিযে আলোচনা সভা শুরু হয। সংহঠনের সভাপতি অ্যাডভোকেট ডি এম আব্দুল বারীর সভাপতিত্বে  সভার বক্তব্য রাখেন একুশে পরিষদ নওগাঁ'র উপদেষ্টা বিন আলী পিন্টু, সহ-সভাপতি রফিকুল ইসলাম,প্রতাপ চন্দ্র সরকার, নওগাঁ আবৃতি পরিষদের সাধারণ সম্পাদক রফিকুদ্দৌলা রাব্বি, একুশে পরিষদের সহ-সাধারণ সম্পাদক মাগফুরুল হাসান, সদস্য আবু মুসা আল হোসাইন  তারিখ,সুষমা সাথী প্রমুখ।

সভায় বক্তারা এই মহান ব্যক্তির যাপিত জীবনের কিছু অংশ তুলে ধরেন এবং তার আদর্শিক জীবন নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দেবার আহবান জানান । অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক এম এম রাসেল। 

আরকে//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি