কালিহাতীতে পুকুরে ডুবে প্রতিবন্ধী কিশোরের মৃত্যু
প্রকাশিত : ০০:১৩, ২২ জুন ২০২১

টাঙ্গাইলের কালিহাতীতে পুকুরের পানিতে ডুবে এক প্রতিবন্ধী কিশোরের মৃত্যু হয়েছে। নিহতের নাম নাজমুল (১৬)। সোমবার দুপুরে উপজেলার নাগবাড়ী ইউনিয়নের পাকুটিয়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত প্রতিবন্ধী নাজমুল ওই গ্রামে জয়নুউদ্দিনের ছেলে।
এলাকাবাসী জানান, নাজমুল শারীরিক প্রতিবন্ধী। সোমবার দুপুরে দিকে বন্ধুদের সঙ্গে একই গ্রামের সামাদের পুকুরে গোসল করতে নামে।
এক পর্যায়ে নাজমুল পানিতে তলিয়ে যায়। প্রায় এক ঘণ্টা চেষ্টার পর গ্রামের লোকজন তার লাশ উদ্ধার করে।
নাগবাড়ী ইউনিয়নের চেয়ারম্যান মাকসুদুর রহমান মিল্টন সিদ্দিকী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
কেআই//
আরও পড়ুন