ঢাকা, রবিবার   ০৬ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

গাজীপুরে সাতদিনের লকডাউন শুরু

গাজীপুর প্রতিনিধি

প্রকাশিত : ০৮:৩০, ২২ জুন ২০২১

Ekushey Television Ltd.

করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধে গাজীপুরে সাতদিনের লকডাউন আরোপ করে প্রশাসন। সরকার ঘোষিত এই লকডাউনের প্রথম দিন আজ। তবে  স্বাস্থ্যবিধি মানতে দেখা যায়নি, চলছে দূরপাল্লার যানবাহনও।

মঙ্গলবার (২২ জুন) সকাল থেকেই ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের চন্দ্রা এলাকায় কিছু কিছু দূরপাল্লার গাড়ি  ও আঞ্চলিক রোডের যানবাহন চলাচল করতে দেখা গেছে। এছাড়া লেগুনাও চলাচল করছে। 

দেখা গেছে, যানবাহনে চলাচলকারী অনেকেই স্বাস্থ্যবিধি মানছেন না। কেউ কেউ মাস্ক ছাড়াই যাতায়াত করছেন। 

গাজীপুরে গত ২৪ ঘন্টায় করোনাভাইরাসে পজিটিভ হয়েছে ৪৩ জন। এ নিয়ে জেলায় ১১ হাজার ৯৮০ জন আক্রান্ত হলেন। এর মধ্যে এখন পর্যন্ত ১০ হাজার ৫৭১ জন সুস্থ হয়েছেন।

এএইচ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি