ঢাকা, শুক্রবার   ২২ নভেম্বর ২০২৪

রাঙ্গামাটিতে উদ্ধার অভিযান সমাপ্ত

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:০৭, ১৭ জুন ২০১৭

পাহাড় ধসের ঘটনায় রাঙ্গামাটিতে উদ্ধার অভিযান সমাপ্ত হলেও নিখোঁজের ব্যাপারে সুনির্দিষ্ট তথ্য পেলে তৎপরতা চলবে বলে জানিয়েছে প্রশাসন।
রাঙামাটির জোড়াছড়ির আদিয়াত ছড়া এলাকা থেকে পাহাড়ী ঢলে ভেসে আসা ২ জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। তারা পাহাড় ধসে নিহত হয়েছে কি-না, সেব্যাপারে নিশ্চিত করে কিছু জানাতে পারেনি প্রশাসন। এর আগে, শুক্রবার পর্যন্ত চার জেলায় মোট একশ’ ৫১ জনের মৃতদেহ উদ্ধার হয়। এদিকে, পাহাড় ধসের কারণে অচল হয়ে পড়া রাঙ্গমাটি-চট্টগ্রাম ও রাঙ্গামাটি-খাগড়াছড়ি সড়ক এখনো স্বাভাবিক হয়নি। সড়কগুলো সংস্কারে কাজ চলছে। তবে, বিকল্প হিসেবে রাঙ্গামাটি থেকে কাপ্তাই পর্যন্ত রুটে নৌযান বাড়ানো হয়েছে। সেখান থেকে চট্টগ্রামে যাতায়াত করছে বাসিন্দারা।


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি