ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

চুয়াডাঙ্গার করোনা ইউনিটে অক্সিজেন সিলিন্ডার প্রদান

চুয়াডাঙ্গা প্রতিনিধি

প্রকাশিত : ১৪:২৬, ২২ জুন ২০২১

চুয়াডাঙ্গা সদর হাসপাতালের করোনা ইউনিটে একতা হেয়ার প্রসেসিং ব্যবসায়ী সমবায় সমিতির পক্ষ থেকে ৭টি অক্সিজেন সিলিন্ডার প্রদান করা হয়েছে।

মঙ্গলবার (২২ জুন) সকাল সাড়ে ১০টায় চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন আনুষ্ঠানিকভাবে হাসপাতাল কর্তৃপক্ষের কাছে অক্সিজেন সিলিন্ডার হস্তান্তর করেন।

এসময়ে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক নজরুল ইসলাম সরকার, পুলিশ সুপার জাহিদুল ইসলাম, সিভিল সার্জন ডাঃ এএসএম মারুফ হাসান, সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ফাতেহ্ ইসলাম ও একতা হেয়ার প্রসেসিং ব্যবসায়ী সমবায় সমিতির সভাপতি শহিদ বিশ্বাস প্রমুখ।

উপস্থিত অতিথিরা বলেন, করোনার এই মহামারীতে নিজেকে সুরক্ষিত রাখার পাশাপাশি অন্যদের পাশেও দাঁড়াতে হবে। যার যার জায়গা থেকে সবাইকে এ ক্রান্তিলগ্নে কাজ করতে হবে। একসাথে লড়াই করলে তবেই এ অদৃশ্য শত্রু মোকাবেলা করা সম্ভব।

এএইচ/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি