সুন্দরবনে নেটজালসহ ১০ ট্রলার জব্দ
প্রকাশিত : ১৪:৪৩, ২২ জুন ২০২১

নিষেধাজ্ঞা অমান্য করে সুন্দরবন ও পশুর নদীতে মাছ শিকারের দায়ে নেট জালসহ ১০টি ট্রলার জব্দ করা হয়েছে। এ সময় জেলেরা জাল ও ট্রলার ফেলে পালিয়ে যায়। তাই কাউকেই আটক করা যায়নি বলে জানিয়েছে বন বিভাগ।
মঙ্গলবার (২২ জুন) ভোর রাতে সুন্দরবনের নিষিদ্ধ এলাকায় অভিযান চালিয়ে এসব ট্রলার জব্দ করে বনবিভাগ।
পূর্ব সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের সহকারী বন সংরক্ষক মোঃ এনামুল হক বলেন, গোপন সংবাদের ভিত্তিতে সুন্দরবনের নন্দবালা ফরেষ্ট ক্যাম্প সংলগ্ন নিষিদ্ধ এলাকা ও পশুর নদীতে অভিযান চালায় তারা। এসময় ১০ ট্রলারসহ রেনু পোনা (চিংড়ির পোনা) এবং ১৬ সেট নেট জাল জব্দ করা হয়। তবে জাল ও ট্রলার ফেলে জেলেরা পালিয়ে যায় বলে দাবি করেন তিনি।
তিনি আরও বলেন, জব্দকৃত ট্রলারের বিরুদ্ধে বন আইনে সিওআর (আর্থিক দণ্ড) মামলা করা হয়েছে। এছাড়া জব্দ করা ১৬ সেট নেট জাল পুড়িয়ে ফেলা হয়েছে।
এদিকে, জাল ও ট্রলার জব্দের সময় বেশ কিছু রেণু পোনা উদ্ধার করা হয়। সেগুলো নদীতে অবমুক্ত করার দাবি করা হলেও তার কোন প্রমাণ পাওয়া যায়নি। তবে অভিযোগ রয়েছে, এসব রেণু পোনা চড়া মূল্যে বিক্রি করে দেওয়া হয়েছে।
এএইচ/