ঢাকা, বৃহস্পতিবার   ০৩ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

উখিয়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় শিশুসহ নিহত ২

কক্সবাজার প্রতিনিধি

প্রকাশিত : ১৬:২৬, ২২ জুন ২০২১

Ekushey Television Ltd.

কক্সবাজারের উখিয়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় শিশুসহ ২ জন নিহত হয়েছেন। এ সময়ে আহত হয়েছে আরও ৪ জন। আহতদেরকে কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতদের মধ্যে ২ জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন স্বজনরা।

মঙ্গলবার (২১ জুন) দুপুরে কক্সবাজার টেকনাফ মহাসড়কের কোটবাজার স্টেশনের বটতলী নামক স্থানে  মাইক্রোবাস ও সিএনজির মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এসময়ে মোহাম্মদ তারেক (২৫) নামক এক যাত্রী ঘটনাস্থলে নিহত হন। তারেক রামু উপজেলার কলাবাগান এলাকায় হোসেন আহমদের পুত্র। 

অপরদিকে, উখিয়া কলেজ সংলগ্ন টিএনটি নামক স্থানে পিকআপের চাপায় তিন বছরের শিশু নাহিদুল ইসলাম মারা যায়। সে রাজাপালং ইউনিয়নের মালভিটা পাড়া গ্রামের নুরুল ইসলামের সন্তান।  

উখিয়া থানার অফিসার ইনচার্জ আহমেদ সনজুর মোর্শেদ জানান, দুর্ঘটনাকবলিত ৩টি গাড়ি জব্দ করা হয়েছে। আহতদেরকে উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করা হয়।

এএইচ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি