ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

টাঙ্গাইলে করোনায় আরও শনাক্ত ১৪৯, মৃত্যু ৩

টাঙ্গাইল প্রতিনিধি

প্রকাশিত : ১৩:৩০, ২৩ জুন ২০২১

টাঙ্গাইল জেলায় গত ২৪ ঘন্টায় ৩ জনের মৃত্যুসহ নতুন করে আরও ১৪৯ জন ব্যক্তি করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এদিকে টাঙ্গাইল পৌর এলাকা ও কালিহাতী উপজেলার দ্বিতীয় দিনের মতো চলছে লকডাউন।

জেলা সিভিল সার্জন অফিস সূত্রে জানা গেছে, ৪২৩টি নমুনা পরীক্ষায় ১৪৯ জন নতুন রোগী শনাক্ত হয়। জেলায় শনাক্তের হার শতকরা ৩৫ দশমিক ২২ ভাগ। 

এ নিয়ে জেলায় মোট করোনা রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬ হাজার ৫৪৪ জনে। এর মধ্যে মোট সুস্থ্য হয়েছেন ৪ হাজার ৪৩৪ জন। এখন পর্যন্ত জেলায় মোট মৃত্যু বরণ করেছেন ১০৪ জন।

এদিকে, করোনা সংক্রমণ প্রতিরোধে টাঙ্গাইল পৌর এলাকা ও কালিহাতী উপজেলার এলেঙ্গা পৌর এলাকায় এক সপ্তাহের লকডাউনের আজ দ্বিতীয় দিন চলছে। দুই পৌর এলাকায় বন্ধ রয়েছে গণপরিবহন। কাঁচা বাজার ও ওষুধের দোকান ছাড়া বন্ধ রয়েছে সকল প্রকার ব্যবসা প্রতিষ্ঠানও।

চলমান লকডাউন কার্যকর রাখতে বিশেষ অভিযান পরিচালনা করছে আইনশৃংখলা বাহিনী।

এএইচ/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি