ঢাকা, শুক্রবার   ২২ নভেম্বর ২০২৪

আওয়ামীলীগের ৭২তম প্রতিষ্ঠা বার্ষিকীতে 

কলারোয়ায় জাতির পিতার প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি

কলারোয়া (সাতক্ষীরা) প্রতিনিধি 

প্রকাশিত : ২১:১৪, ২৩ জুন ২০২১

বাংলাদেশ আওয়ামীলীগের ৭২তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপনে সাতক্ষীরা কলারোয়া উপজেলা আওয়ালীগের উদ্যোগে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে পালিত হয়েছে। বুধবার(২৩জুন) সকালে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ শেষে পশুহাট মোড়ে আ.লীগের দলীয় কার্যালয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 

করোনা ভাইরাসের প্রার্দুভাবে স্বল্প পরিসরে কলারোয়া উপজেলা আ’লীগের দলীয় কার্যালয়ে সকাল ৯টায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য দেন- উপজেলা আ’লীগের সভাপতি ও সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান ফিরোজ আহম্মেদ স্বপন।

পৌরসভা আ’লীগের সাধারণ সম্পাদক শহিদুল ইসলামের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন-উপজেলা আ’লীগের যুগ্ম সম্পাদক কলারোয়া পৌরসভার মেয়র প্রধান শিক্ষক মনিরুজ্জামান বুলবুল, সাংগঠনিক সম্পাদক সোনাবাড়ীয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী বেনজির হোসেন হেলাল, আ’লীগ নেতা ইউপি চেয়ারম্যান প্রধান শিক্ষক নূরুল ইসলাম, সাবেক সাংগঠনিক সম্পাদক রবিউল আলম মল্লিক রবি, কেরালকাতা ইউনিয়ন আ.লীগের সভাপতি মাস্টার হাফিজুর রহমান, আ’লীগ নেতা আবু বক্কর ছিদ্দিক লাভলু, সরদার আনছার আলী, আব্দুর রউফ, আব্দুস সালাম, পৌর কাউন্সিলর জাহাঙ্গীর হোসেন, মহিলা কাউন্সিলর ফারহানা হোসেন, আ’লীগ নেতা সাহেব আলী, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি আশিকুর রহমান মুন্না, উপজেলা যুবলীগের নেতা মাসুমুজ্জামান মাসুম, যুবলীগ নেতা গোলাম সরোয়ার, সাহিদুজ্জামান সাহিদ, ছাত্রলীগ নেতা ফাহিম হোসেনসহ সহযোগী সংগঠনের নেতা-কর্মীবৃন্দ। 

সভায় প্রধান অতিথি উপজেলা আ.লীগের সভাপতি ফিরোজ আহম্মেদ স্বপন বলেন-৫২-এর ভাষা আন্দোলন, ৫৪-এর যুক্তফ্রন্ট নির্বাচন, আইয়ুবের সামরিক শাসন-বিরোধী আন্দোলন, ৬৬-এর ছয় দফা আন্দোলন ও ৬৯-এর গণঅভ্যুত্থানের পথ বেয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে আওয়ামীলীগের ২৪বছরের আপসহীন সংগ্রাম-লড়াই এবং ১৯৭১ সালের ৯মাসের মুক্তিযুদ্ধের মাধ্যমে বাংলাদেশ প্রতিষ্ঠা লাভে আওয়ামীলীগের গৌরবময় ইতিহাস তুলে ধরা হয়। 

এরই ধারাবাহিকতায় আওয়ামীলীগ সভানেত্রী জননেত্রী শেখ হাসিনার উন্নয়নমূলক সকল কর্মকান্ড তুলে ধরে তৃণমূল স্তরের নেতা-কর্মীদের ঐক্যবদ্ধভাবে মানুষের পাশে থাকার আহবান জানান। অনুরুপভাবে কলারোয়া পৌর সভাসহ বিভিন্ন আ’লীগের সহযোগী সংগঠনের উদ্যোগে উপজেলা পরিষদ চত্তরে স্থাপিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অপর্ন করে শ্রদ্ধা নিবেদন করা হয়।

আরকে//


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি