ঢাকা, রবিবার   ২২ ডিসেম্বর ২০২৪

কুড়িগ্রামে আওয়ামী লীগের ৭২তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

কুড়িগ্রাম প্রতিনিধি

প্রকাশিত : ২২:০৪, ২৩ জুন ২০২১

করোনা পরিস্থিতিতে সীমিত পরিসরে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে কুড়িগ্রামে বাংলাদেশ আওয়ামী লীগের ৭২তম প্রতিষ্ঠাবার্ষিকী  পালিত হয়েছে।

বুধবার সকালে দলীয় কাযার্লয়ে আনুষ্ঠানিকভাবে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করেন জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক।

এরপরই বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ অর্পণ, দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এসময় বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের সভাপতি মো. জাফর আলী, সাধারণ সম্পাদক আমান উদ্দিন আহমেদ মঞ্জু, সহ-সভাপতি চাষী করিম, এসএম আব্রাহাম লিংকন, যুগ্ন সম্পাদক আনম ওবায়দুর রহমান, পৌর মেয়র কাজিউল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মোস্তাফিজার রহমান সাজু ও সদস্য খ ম আতাউর রহমান বিপ্লবসহ অন্যান্য নেতারা। আলোচনা শেষে সাধারণ মানুষের মাঝে মাক্স বিতরণ ও করোনা সচেতনতার উপর ক্যাম্পেইন করা হয়।
কেআই//


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি