ঢাকা, রবিবার   ০৩ নভেম্বর ২০২৪

মাদারীপুরে লকডাউনের তৃতীয় দিনেও ঢিলেঢালা ভাব

মাদারীপুর প্রতিনিধি

প্রকাশিত : ১০:৫২, ২৪ জুন ২০২১

মাদারীপুরে লকডাউনের তৃতীয় দিনও ঢিলেঢালাভাবে চলছে। জনসাধারণের মধ্যে লকডাউন মানার তেমন কোন আগ্রহী দেখা যায়নি। স্বাভাবিকভাবেই চলাফেরা করছেন সবাই। বাজারগুলোতেও স্বাস্থ্যবিধির বালাই নেই। ব্যাটারি চালিত রিক্সা-ভ্যান, ইজিবাইক, নসিমন, প্রাইভেটকার, মাইক্রোবাস যাত্রী নিয়ে আজও স্বাস্থ্যবিধি না মেনে চলাচল করছে। 

বৃহস্পতিবার (২৪ জুন) সকালে লকডাউন বাস্তবায়নে প্রশাসনের তেমন তৎপরতা দেখা না গেলেও বেলা বাড়ার সাথে সাথে প্রশাসনের উপস্থিতি লক্ষ্য করা গেছে।

প্রতিদিনের মত যাত্রীবাহী বাস, লঞ্চ, স্পীডবোট বন্ধ রয়েছে। তবে জরুরি সেবার যানবাহন নিয়ে বাংলারবাজার-শিমুলিয়া নৌরুটে ফেরি চলাচল করছে। তবে মাইক্রোবাস, প্রাইভেটকার ও মাহেন্দ্র গাড়িতে ভেঙ্গে ভেঙ্গে যাত্রীদের ঢাকাসহ বিভিন্ন জেলায় যাতায়াত করতে দেখা গেছে। 

এদিকে, গত ২৪ ঘন্টায় মাদারীপুরে ৫৯ জনের নমুনা পরীক্ষায় ২৬ জন করোনা পজিটিভ শনাক্ত হয়েছেন। সংক্রমণের হার ৪০ শতাংশ। এনিয়ে জেলায় মোট শনাক্ত হয়েছেন ২ হাজার ৫শ’ ৯৩ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ২ হাজার ২শ’ ৭৯ জন। 

বর্তমানে পজিটিভ হয়ে চিকিৎসাধীন রয়েছেন ২শ’ ৪৩ জন। এর মধ্যে হাসপাতালের আইসোলেশনে ২ জন এবং বাকিরা বাসায় থেকে চিকিৎসা নিচ্ছেন। জেলায় এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন ৩১ জন।

এএইচ/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি