ঢাকা, বৃহস্পতিবার   ২৩ জানুয়ারি ২০২৫

টাঙ্গাইলে একদিনে করোনায় আক্রান্ত ১৭৫

টাঙ্গাইল প্রতিনিধি

প্রকাশিত : ১৪:২৮, ২৪ জুন ২০২১

টাঙ্গাইলে গত ২৪ ঘন্টায় ৪৯৬টি নমুনা পরীক্ষায় ১৭৫ জনের শরীরে করোনা পজিটিভ শনাক্ত হয়েছে। এ নিয়ে আজ বৃহস্পতিবার (২৪ জুন) সকাল পর্যন্ত জেলায় করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৬ হাজার ৭১৯ জনে। 

সিভিল সার্জনের কার্যালয়ের তথ্য মতে, আক্রান্তদের মধ্যে টাঙ্গাইল সদরের ৮০ জন, কালিহাতীতে ২৩, ঘাটাইলে ১৫, মির্জাপুরে ১৪, ভুঞাপুরে ১২, মধুপুর ও দেলদুয়ারে ৯, বাসাইল ও গোপালপুরে ৫, সখীপুরের ৩ জন রয়েছেন।

জেলায় গত ২৪ ঘন্টায় করোনা সংক্রমণে একজনের মৃত্যু হয়েছে। এ পর্যন্ত মারা গেছেন মোট ১০৫ জন। আর সুস্থ্য হয়েছেন ৪ হাজার ৪৩৮ জন।

এএইচ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি