ঢাকা, মঙ্গলবার   ২৫ ফেব্রুয়ারি ২০২৫

কুয়াকাটা সৈকত থেকে যুবকের লাশ উদ্ধার

পটুয়াখালী প্রতিনিধি

প্রকাশিত : ১৫:১৭, ২৪ জুন ২০২১

পটুয়াখালীর কুয়াকাটা সমুদ্র সৈকত থেকে নিজাম উদ্দিন (১৮) নামের এক যুবকের ভাসমান লাশ উদ্ধার করেছে পুলিশ। সৈকতে গোসল করতে নেমে সাঁতার না জানার কারণে ডুবে তার মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

বৃহস্পতিবার (২৪ জুন) দুপুর একটার দিকে ট্যুরিজম পার্ক সংলগ্ন এলাকা থেকে তার লাশ উদ্ধার করা হয়। মৃত নিজাম কুয়াকাটা পৌর শহরের জয়নাল খানের ছেলে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, করোনার কারণে কিছুদিন আগে নিজাম ঢাকা থেকে বাড়িতে আসে। দুপুরের দিকে সে সৈকতে গোসল করতে নামে। সাঁতার না জানার কারণে তার মৃত্যু হয়েছে বলে ধারণা পুলিশের।
 
মহিপুর থানার ওসি (তদন্ত) মাফুজুর রহমান জানান, মৃত নিজামের লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। 

এএইচ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি