ঢাকা, মঙ্গলবার   ২৪ ডিসেম্বর ২০২৪

ব্রাহ্মণবাড়িয়া জেলা কারাগারে কয়েদির মৃত্যু

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

প্রকাশিত : ১৪:২১, ২৫ জুন ২০২১

ব্রাহ্মণবাড়িয়া জেলা কারাগারে বাবুল (৫০) নামে এক সাজাপ্রাপ্ত কয়েদির মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার রাতে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। ২০১৯ সালের ২৭ নভেম্বর থেকে কারাভোগ করছিলেন বাবুল। 

কসবা উপজেলার বায়েক গ্রামের মালেক মিয়ার ছেলে বাবুল। সে চুরি ও প্রতারণার দুটি মামলায় পাঁচ বছর করে সাজাপ্রাপ্ত আসামী। 

ব্রাহ্মণবাড়িয়া জেলা কারাগারের চিকিৎসক ইনজামামুল হক সিয়াম জানান, উচ্চ রক্তচাপের কারণে হঠাৎ কারাগারে অচেতন হয়ে পড়েন বাবুল। পরে তাকে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মুমূর্ষ অবস্থায় কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। পরে সেখানে নেয়ার পথে তিনি মারা যান। 

জেল সুপার মোঃ ইকবাল হোসেন জানান, বাবুল আগে থেকেই উচ্চ রক্তচাপে ভুগছিলেন। চিকিৎসকের পরামর্শে কুমিল্লা নেওয়ার পথে তিনি মারা যান।

এএইচ/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি