ঢাকা, শনিবার   ২৩ নভেম্বর ২০২৪

লকডাউন কার্যকরে মাদারীপুরে ১২ ব্যারিকেড

মাদারীপুর প্রতিনিধি

প্রকাশিত : ১৫:০০, ২৫ জুন ২০২১

মাদারীপুর শহরে জনগণের চলাচলকে নিয়ন্ত্রণ করার জন্য শহরের প্রায় ১২টি রাস্তায় ব্যারিকেড দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে স্থানীয় প্রশাসন। লকডাউনের চতুর্থ দিনে এসব ব্যারিকেড দিয়ে শহরকে বিচ্ছিন্ন করার চেষ্টা করা হচ্ছে। 

আজ শুক্রবার (২৫ জুন) সকাল থেকে সদর উপজেলা প্রশাসন ও মাদারীপুর পৌরসভার বিভিন্ন এলাকায় এসব ব্যারিকেড দেওয়ার কাজ শুরু করে।

করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধে লকডাউন কার্যকর করতে মাঠে কাজ করে যাচ্ছে জেলা প্রশাসন ও পুলিশ বিভাগ। তবুও জনসাধারণের মধ্যে লকডাউনের শর্ত মানার তেমন কোন আগ্রহ তৈরি করা যাচ্ছে না। 

অপরদিকে, মাদারীপুরে করোনা সংক্রমণের হার বৃদ্ধি পেয়ে ৫৫ দশমিক ৩৫ শতাংশে উন্নীত হয়েছে। গত ২৪ ঘন্টায় নতুন শনাক্ত হয়েছে ৩১ জন। এ নিয়ে জেলায় মোট শনাক্ত ২ হাজার ৬শ’ ২৪ জন এবং মোট মৃত্যু হয়েছে ৩১ জনের। 

এএইচ/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি