পিটিয়ে ইজিবাইক চালকের হাত ভাঙলেন চৌকিদার
প্রকাশিত : ১১:৫০, ২৬ জুন ২০২১
আহত ইজিবাইক চালক আনোয়ার হোসেন
যশোরের বেনাপোলে আনোয়ার হোসেন নামে এক ইজিবাইক চালককে পিটিয়ে হাত ভেঙ্গে দিয়েছেন মুনছুর আলী নামে এক চৌকিদার। পোর্ট থানার বাহাদুরপুর বাজার এলাকায় শুক্রবার (২৫ জুন) দুপুরের এ ঘটনায় বেনাপোল থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে।
আহত ইজিবাইক চালক আনোয়ার হোসেন বেনাপোল পোর্ট থানার বেনাপোল গ্রামের সাজ্জাত আলীর ছেলে।
তিনি বলেন, আমি লক্ষণপুর থেকে খালি ইজিবাইক নিয়ে বাড়ি ফেরার পথে বাহাদুরপুর বাজারে এলে চৌকিদার মুনছুর আলী তাকে ইজিবাইক নিয়ে ফেরত যেতে বলেন। তখন তিনি তাকে বলেন যে, তার বাড়ি বেনাপোল, উল্টোদিকে কোথায় যাব? আমি এখন বাড়িতে যাব। কিন্তু চৌকিদার মুনছুর আলী লকডাউন চলাকালীন তাকে কোনও রকমে বেনাপোল আসতে দিবে না বলে আটকে রাখে। কথা কাটাকাটির এক পর্যায়ে লাঠি দিয়ে পিটিয়ে হাত ভেঙ্গে দেয়। পরে স্থানীয় জনগণ আমাকে উদ্ধার করে বেনাপোলের দিঘীরপাড় রজনী ক্লিনিকে প্রাথমিক চিকিৎসা সেবা দেন।
ভুক্তভোগীর স্ত্রী হীরা বেগম বলেন, তার স্বামীকে পিটিয়ে হাত ভেঙ্গে দিয়েছে। এতে যেভাবে ব্যান্ডেজ করা হয়েছে তাতে কাজ হচ্ছে না। স্থানীয় ডাক্তাররা তাকে যশোর হাসপাতালে নিয়ে যেতে বলেছে।
এ নিয়ে স্থানীয় বাহাদুরপুর ইউপি চেয়ারম্যান মিজানুর রহমানের কাছে বিচার চাইলে তিনি বলেন, কিসের বিচার? তোমাদের কোনও বিচার হবে না। তোমরা থানায় যাও। লকডাউনের সময় কেন বের হয়েছো- বলে ধমক দেয়।
তবে এ বিষয়ে স্থানীয় আরিফুল নামে এক যুবক বলেন, অন্যায় হলে ইজিবাইকের চাবি রেখে দিত। তাকে এভাবে মারা উচিৎ হয়নি।
বেনাপোল পোর্ট থানার দায়িত্বরত অফিসার এ এস আই মুরাদ হোসেন বলেন, আনোয়ার হোসেন বাহাদুরপুর ইউনিয়নের দায়িত্বরত চৌকিদার মুনছুর আলীর বিরুদ্ধে একটি অভিযোগ দায়ের করেছে। বিষয়টি তদন্ত করার নির্দেশ দিয়েছেন ওসি মামুন খান।
এনএস/
আরও পড়ুন