ঢাকা, শুক্রবার   ১৫ নভেম্বর ২০২৪

টাঙ্গাইলে নতুন করে শনাক্ত ৮৭ জন, মৃত্যু ১

টাঙ্গাইল প্রতিনিধি

প্রকাশিত : ১৩:০৫, ২৬ জুন ২০২১ | আপডেট: ১৩:৩৭, ২৬ জুন ২০২১

কঠোর বিধিনিষেধ পালনের চিত্র

কঠোর বিধিনিষেধ পালনের চিত্র

টাঙ্গাইল জেলায় গত ২৪ ঘণ্টায় ১ জনের মৃত্যুসহ নতুন করে আরও ৮৭ জন করোনা ভাইরাসে  আক্রান্ত শনাক্ত হয়েছেন। জেলা সিভিল সার্জন অফিস সূত্রে জানা গেছে, ৩৫৯টি নমুনা পরীক্ষা করে নতুন রোগী শনাক্ত হয়েছে ৮৭ জন।

এ নিয়ে জেলায় মোট করোনা রোগী ৬ হাজার ৯৩২ জন। মোট মৃত্যু ১০৭ জন। জেলায় শনাক্তের হার শতকরা ২৪ দশমিক ২৩ ভাগ।

তিন পৌর এলাকায় চলছে কঠোর বিধিনিষেধ
এদিকে, করোনা সংক্রমণ প্রতিরোধে টাঙ্গাইল, এলেঙ্গা ও কালিহাতী পৌর এলাকায় চলছে কঠোর বিধিনিষেধ। টাঙ্গাইল ও এলেঙ্গা পৌর এলাকায় এক সপ্তাহের কঠোর বিধিনিষেধের আজ পঞ্চম দিন ও কালিহাতী পৌর এলাকায় দ্বিতীয় দিন অতিবাহিত হচ্ছে। কঠোর বিধিনিষেধে তিনটি পৌর এলাকায় বন্ধ  রয়েছে গণপরিবহন। 

তবে কঠোর বিধিনিষেধের মধ্যেও সড়কে কিছু মানুষ ও যানবাহন চলাচল করছে। কাঁচা বাজার ও ওষুধের দোকান ছাড়াও কিছু কিছু দোকানও খুলেছে। বিভিন্ন সড়ক ও মোড়ে পুলিশের টহল এবং  চলামান আছে আইনশৃঙ্খলা বাহিনীর বিশেষ অভিযান।

এনএস/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি