ঢাকা, বৃহস্পতিবার   ০৩ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

ভালুকায় পিকআপ-ট্রাক সংঘর্ষে নিহত ২

ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি

প্রকাশিত : ১৩:২৬, ২৬ জুন ২০২১

Ekushey Television Ltd.

ময়মনসিংহের ভালুকায় পিকআপ ও ট্রাকের সংঘর্ষে দুই সবজি ব্যবসায়ী ঘটনাস্থলেই নিহত হয়েছেন। আহত হয়েছেন পিকআপের চালক। শুক্রবার (২৬ জুন) ভোররাত ৩টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ভালুকার নিশিন্দা নামক স্থানে এই দুঘর্টনা ঘটে।

নিহত আজিজুল (৭৫) শেরপুরের মৃত দুদুমিয়া এবং সফিকুল (৫৮) একই এলাকার মৃত আজি মিয়ার পুত্র বলে জানা যায়।

ফায়ার সার্ভিস জানায়, ঘটনার সময় শেরপুর থেকে একটি সবজি বোঝাই পিকআপ ঢাকা আসার পথে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ভালুকার নিশিন্দা গ্রামে পৌঁছলে চালক নিয়ন্ত্রণ হারিয়ে সামনে থাকা ট্রাকের সঙ্গে সজোরে ধাক্কা মারে। এতে পিকআপটি দুমড়ে মুচড়ে যায়।

ওই সময় পিকআপে থাকা যাত্রী দুই সবজি ব্যবসায়ী ঘটনাস্থলেই মারা যায়। দুঘর্টনায় পিকআপ চালক আহত হলে ফায়ার সার্ভিস কর্মীরা তাকে উদ্ধার করে ভালুকা সদর হাসপাতালে পাঠায়।

ভরাডোবা হাইওয়ে পুলিশ মৃতদেহ দুটি এবং দুর্ঘটনা কবলিত পিকআপটি উদ্ধার করছে।

এনএস/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি