ঢাকা, শুক্রবার   ২২ নভেম্বর ২০২৪

রাজবাড়ীতে শনাক্ত আরও ৬৫ জন

রাজবাড়ী প্রতিনিধি

প্রকাশিত : ১৫:৩০, ২৬ জুন ২০২১

রাজবাড়ীতে প্রতিদিনই বেড়ে চলছে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা। জেলায় গত ২৪ ঘণ্টায় আরও শনাক্ত হয়েছে ৬৫ জন। সদর উপজেলাতেই সবচেয়ে বেশি ৫৩ জন। বাকী চার উপজেলার মধ্যে বালিয়াকান্দিতে ৪ জন, পাংশায় ৭ ও কালুখালীতে শনাক্ত হয়েছে ১ জন। 

গত ২২ ও ২৩ জুন তারিখে আইসিডিডিআরবিতে ১৬৮টি নমুনা আরটি পিসিআর পরীক্ষায় এই ৬৫ জনের করোনা পজেটিভ রিপোর্ট পাওয়া যায়। আজ করোনা শনাক্তের হার ৩৮.৬ শতাংশ।

আজ শনিবার সকালে সিভিল সার্জন কার্যালয় থেকে এসব তথ্য জানানো হয়। জেলায় এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৩৯ জনের।

রাজবাড়ীর সিভিল সার্জন ডাঃ মোঃ ইব্রাহিম টিটন জানান, গত ২৪ ঘণ্টায় ঢাকায় আইসিডিডিআরবিতে  পিসিআর টেস্টে করে ৬৫ জনের করোনা শনাক্ত হয়। এ নিয়ে করোনায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৪ হাজার ৭৪৫ জনে। এর মধ্যে সুস্থ হয়েছেন ৪ হাজার ২৩৩ জন। 

তিনি আরও জানান, মোট আক্রান্তদের মধ্যে হোম আইসোলেশনে রয়েছেন ৪৪৭ জন। সদর হসপাতালের কোভিড ইউনিটসহ উপজেলা স্বাস্থ্যকেন্দ্রগুলোতে ভর্তি থেকে চিকিৎসা সেবা গ্রহণ করছেন মোট ২৬ জন করোনা রোগী। 

এনএস/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি