ঢাকা, বুধবার   ২৭ নভেম্বর ২০২৪

গুরুদাসপুর হাসপাতালের জন্য কেনা অক্সিজেন সরবরাহের উদ্বোধন

নাটোর প্রতিনিধি

প্রকাশিত : ১৮:২০, ২৬ জুন ২০২১ | আপডেট: ১৮:২৩, ২৬ জুন ২০২১

গুরুদাসপুর উপজেলা পরিষদের অর্থায়নে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জন্য কেনা দশ লাখ টাকার সেন্ট্রাল অক্সিজেন সরবরাহের উদ্বোধন করেছেন স্থানীয় সংসদ সদস্য আব্দুল কুদ্দুস।

শনিবার ইউএনও মো. তমাল হোসেনের সভাপতিত্বে ভার্চুয়াল সভায় ওই অক্সিজেন সরবরাহের উদ্বোধন করেন তিনি।

ভার্চুয়াল সভায় বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান আনোয়ার হোসেন, সিভিল সার্জন ডা. কাজী মিজানুর রহমান, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রোকসানা আকতার, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মুজাহিদুল ইসলাম .ইউপি চেয়ারম্যান আব্দুল মতিন প্রমুখ।

উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মুজাহিদুল ইসলাম জানান, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের করোনা রোগীদের জন্য ৮ পয়েন্ট সেন্ট্রাল অক্সিজেন এবং সাধারণ রোগীদের জন্য ১৯ পয়েন্ট অক্সিজেন বরাদ্দ দেওয়া হয়েছে। এতে করোনা আক্রান্ত রোগীসহ অন্যান্য রোগীদের অক্সিজেন ঘাটতি থাকবে না এবং রোগীদের নাটোর-রাজশাহী যেতে হবে না।
কেআই//


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি