ঢাকা, বৃহস্পতিবার   ০৬ মার্চ ২০২৫

Ekushey Television Ltd.

রাজশাহীতে করোনায় আক্রান্ত দেড় মাসের শিশু

রাজশাহী বিভাগীয় প্রতিনিধি

প্রকাশিত : ০৭:৫৫, ২৭ জুন ২০২১ | আপডেট: ১০:০৯, ২৭ জুন ২০২১

করোনায় আক্রান্ত শিশু আফরিনকে নিয়ে হাসপাতালের ওয়ার্ডে মা মাহবুবা খাতুন। ছবি: একুশে টেলিভিশন

করোনায় আক্রান্ত শিশু আফরিনকে নিয়ে হাসপাতালের ওয়ার্ডে মা মাহবুবা খাতুন। ছবি: একুশে টেলিভিশন

Ekushey Television Ltd.

রাজশাহীতে এবার দেড় মাসের শিশু করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে। গত রোববার নমুনা পরীক্ষায় তার করোনা শনাক্ত হয়। শারীরিক অবস্থা খারাপ হলে গতকাল শনিবার (২৬ জুন) দুপুরে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সে এখন হাসপাতালের করোনা ইউনিটে চিকিৎসাধীন।

আক্রান্ত শিশুটির নাম আফরিন রহমান। তার বাবা আরিফুর রহমানও করোনা পজিটিভ হয়েছেন। তিনি বাড়িতেই আইসোলেশনে রয়েছেন। মা মাহবুবা খাতুন মেয়েকে নিয়ে হাসপাতালে। তারা রাজশাহী নগরের ছোট বনগ্রাম এলাকার বাসিন্দা।

শিশুটির মা জানান, গত রোববার তিনি রাজশাহী রেলগেট এলাকায় র‌্যাপিড অ্যান্টিজেন পরীক্ষার মাধ্যমে জানতে পারেন, তার বাচ্চা করোনা পজিটিভ। তখনই বাচ্চাকে হাসপাতালে ভর্তি করতে বলা হয়েছিল। কিন্তু তিনি বাসায় থেকে স্থানীয় চিকিৎসকের পরামর্শ নিয়ে ওষুধ খাওয়াচ্ছিলেন। গত তিনদিন বাচ্চার খুব সমস্যা হচ্ছিল। 

বাধ্য হয়ে তিনি খ্রিস্টিয়ান মিশন হাসপাতালে নিয়ে যান। সেখানকার চিকিৎসকরা জানান তাঁদের হাসপাতালে করোনার চিকিৎসা নেই। এরপর শিশুটিকে বেসরকারি রয়েল হাসপাতালে নিয়ে যান মা মাহবুবা। সেখান থেকে চিকিৎসক তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান বলে জানান শিশুটির মা।

মাহবুবা খাতুন আরও জানান, বাচ্চার বাবা করোনা পজিটিভ হওয়ার কারণে তিনি নিজে আর করোনার পরীক্ষা করাননি। তার ধারণা, তিনি এত দিনে হয়তো পজিটিভ হয়ে গেছেন। কিন্তু তার কোনো উপসর্গ নেই। তাই তিনি বাচ্চাকে নিয়ে দৌড়াদৌড়ি করতে পারছেন।

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী বলেন, শিশুটি ভালো আছে। তাকে ১৬ নম্বর বড়দের ওয়ার্ড রাখা হয়েছে। শিশুদের আলাদা কোনো করোনা ওয়ার্ড নেই, তাই আপাতত বাচ্চাটিকে এই ওয়ার্ডে রেখেই চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। 

তিনি আরও বলেন, করোনার চিকিৎসা সবার জন্য তো একই। বড়দের চেয়ে শিশুদের শুধু ওষুধের ডোজ কম লাগে।

এএইচ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি