ঢাকা, শনিবার   ২৩ নভেম্বর ২০২৪

মোংলা পৌরসভায় প্রায় ২শ’ কোটি টাকার বাজেট ঘোষণা

মোংলা প্রতিনিধি

প্রকাশিত : ১১:৫৬, ২৭ জুন ২০২১ | আপডেট: ১২:০৩, ২৭ জুন ২০২১

মোংলা পোর্ট পৌরসভার ২০২১-২২ অর্থ বছরের প্রায় দুইশ’ কোটি টাকার বাজেট ঘোষণা করা হয়েছে। আজ রোববার (২৭ জুন) বেলা ১১টায় পৌর মেয়র মুক্তিযোদ্ধা শেখ আব্দুর রহমান এ বাজেট ঘোষণা করেন।

প্রস্তাবিত এ বাজেটে আয় ধরা হয়েছে একশ’ ৭৮ কোটি ২০ লাখ ৯৬ হাজার ৫০৬ টাকা। বাজেটে ব্যয়ও ধরা হয়েছে যা আয় তাই। 

পৌর মেয়র মুক্তিযোদ্ধা শেখ আব্দুর রহমান এসময় বলেন, সরকারি-বেসরকারি বিভিন্ন প্রকল্প থেকে সবচেয়ে বেশি আয় হয়েছে- একশ’ ৫৯ কোটি সাত লাখ টাকা। আর ব্যয় হবে উন্নয়ন প্রকল্পসহ অবকাঠামো নির্মাণ খাতে। সেখানেও একশ’ ৫৯ কোটি সাত লাখ টাকা সর্বোচ্চ ব্যয় ধরা হয়েছে।

বাজেট ঘোষণা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কমলেশ মজুমদার, সার্কেল এসপি আসিফ ইকবাল, মোংলা থানার ওসি ইকবাল বাহার চৌধুরী, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ ইব্রাহিম হোসেনসহ পৌরসভার কাউন্সিলররা।

এনএস/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি