ঢাকা, শুক্রবার   ১০ জানুয়ারি ২০২৫

গাজীপুরে ঝুটের গুদামে আগুন

গাজীপুর প্রতিনিধি

প্রকাশিত : ১২:৩৬, ২৭ জুন ২০২১

গাজীপুরের কোনাবাড়ি আমবাগ এলাকায় আগুনে লেগে পুড়ে গেছে বেশ কয়েকটি ঝুটের গুদাম। পরে ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট প্রায় ৪ ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

ফায়ার সার্ভিস জানায়, গাজীপুরের কোনাবাড়ি আমবাগ এলাকায় আজ সকাল ৭টার দিকে একটি ঝুটের গুদামে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন পাশের বেশ কয়েকটি ঝুটের গুদামে ছড়িয়ে পড়ে। আগুনে পুড়ের যায় গুদামে রাখা সুতা, ঝুটের মালামাল। 

খবর পেয়ে জয়দেবপুর ও কাশিমপুর ডিবিএল ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট প্রায় ৪ ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।

জয়দেবপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক আব্দুল হামিদ জানান, ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে এনেছে। তবে পুরাপুরি নেভাতে একটু সময় লাগবে। 

তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানাতে পারেনি ফায়ার সার্ভিস।

এএইচ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি