ঢাকা, শুক্রবার   ২২ নভেম্বর ২০২৪

দৌলতদিয়া ফেরিঘাটে আজও ঘরমুখি মানুষের চাপ

রাজবাড়ী প্রতিনিধি

প্রকাশিত : ১৪:১৩, ২৭ জুন ২০২১

লকডাউন অপেক্ষা করে আজও ঘরমুখি হচ্ছে সাধারণ মানুষ। এতে সকাল থেকে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে যাত্রীদের চাপ বেড়েছে। সেই সঙ্গে বেড়েছে ব্যক্তিগত গাড়ীরও।
 
রোববার (২৭ জুন) সকালে পাটুরিয়া ঘাট থেকে ছেড়ে আসা প্রতিটি ফেরিতে ঘরমুখি যাত্রীদের চাপ দেখা যায়। এসময় যাত্রীরা সামাজিক দূরত্ব বজায় না রেখে গাদাগাদি করে নদী পারাপার হচ্ছেন। 

ঢাকাগামী যাত্রীদের চাপও দেখা যায়। এসময় পণ্যবাহী ট্রাকের পাশাপাশি ব্যক্তিগত গাড়ী, মাক্রোবাস ও মোটরবাইক পার হতে দেখা গেছে।

বিআইডব্লিউটিসি দৌলতদিয়া ঘাট শাখার ব্যবস্থাপক মোঃ ফিরোজ শেখ বলেন, পণ্যবাহী ট্রাক নদী পারাপার করার জন্য দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল স্বাভাবিক রয়েছে। এসময় অনেক যাত্রী ও ব্যক্তিগত যানবাহনও পারাপার হচ্ছে।

এএইচ/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি