ঢাকা, শনিবার   ২৩ নভেম্বর ২০২৪

মোংলায় শনাক্ত আরও ১০ জন

মোংলা প্রতিনিধি

প্রকাশিত : ১৪:৫৫, ২৭ জুন ২০২১

মোংলায় গত ২৪ ঘণ্টায় আরও ১০ জনের করোনা শনাক্ত হয়েছে। শনিবার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১৮ জন করোনা পরীক্ষা করালে পজিটিভ রিপোর্ট আসে ওই ১০ জনের। শনাক্তের হার ৫৫ দশমিক ৫৫ ভাগ। শনিবারের হার ছিল ৪৬.৬৬ ভাগ।

আজ রোববার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রধান ডাঃ জীবিতেষ বিশ্বাস এসব তথ্য জানিয়েছেন।

গত ৩০ মে থেকে মোংলায় করোনা সংক্রমণ রোধে কঠোর বিধি নিষেধ চলমান রয়েছে। তবে তা খুব বেশি একটা বাস্তবায়ন না হওয়ায় সংক্রমণ ও শনাক্তের হার কোনওভাবেই কমছেনা। পৌর শহরে বিধি নিষেধের কোনও বালাই নেই। তাই স্বাভাবিক গতিতেই চলছে দোকানপাট খোলা ও নদী পারাপার। শহরে যানবাহন ও মানুষের চলাচলও স্বাভাবিক। 

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা কমলেশ মজুমদার বলেন, স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে বিধি নিষেধ বাস্তবায়নে সর্বাত্মক চেষ্টা করা হচ্ছে। লোকজনকে মাস্ক ব্যবহারে উদ্বুদ্ধ করা হচ্ছে, মাস্ক বিতরণ করা হচ্ছে। তারপরও যারা মাস্ক বিহীন চলাচল করছে এবং বিধি নিষেধ না মেনে দোকানপাট খোলা রাখছে, তাদেরকে মোবাইল কোর্টের মাধ্যমে জরিমানা করা হচ্ছে।

এনএস/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি