ঢাকা, বুধবার   ১৫ জানুয়ারি ২০২৫

রাসিকের খাদ্য সহায়তা পেল ৫শ’ পরিবার

রাজশাহী প্রতিনিধি

প্রকাশিত : ১৬:১৩, ২৭ জুন ২০২১ | আপডেট: ১৬:১৪, ২৭ জুন ২০২১

রাজশাহী মহানগরীতে করোনায় ক্ষতিগ্রস্ত গরীব, অসহায়, ছিন্নমূল, হতদরিদ্র, দিনমজুর ও কর্ম হারানো ৫০০ পরিবারের মাঝে খাদ্য ও স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ করা হয়েছে। 

রোববার (২৭ জুন) দুপুরে নগর ভবনে গ্রাম উন্নয়ন কর্ম ও পূবালী ব্যাংক লিমিটেডের সহযোগিতায় এই খাদ্য ও স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ করেন মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন।

প্রতিটি প্যাকেটে ৩০ কেজি চাল, ১০ কেজি আলু, ২ লিটার তেল, ২ কেজি লবণ, ২ কেজি ডাল, ১০টি মাস্ক, ৫টি ওর স্যালাইন, ১ পাতা প্যারাসিটামল ও ৪টি সাবান দেওয়া হয়।

এ সময় উপস্থিত ছিলেন গ্রাম উন্নয়ন কর্মের প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক ড. খন্দকার আলমগীর হোসেন এবং পূবালী ব্যাংকের উপ-মহাব্যবস্থাপক ও রাজশাহী অঞ্চল প্রধান আবু লাইছ মো. শামসুজ্জামান।

এএইচ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি