ঢাকা, বুধবার   ১৫ জানুয়ারি ২০২৫

শ্রীমঙ্গলে অভিযান চালিয়ে ৫০০ কেজি ভেজাল চা উদ্ধার 

মৌলভীবাজার প্রতিনিধি

প্রকাশিত : ২৩:৫২, ২৭ জুন ২০২১ | আপডেট: ২৩:৫৫, ২৭ জুন ২০২১

মৌলভীবাজারের শ্রীমঙ্গল সিন্দুরখান ইউনিয়নের হামিদপুরে দুটি বাড়িতে অভিযান চালিয়ে ৫০০ কেজি ভেজাল চা উদ্ধার করেছে বিজিবি।

রোববার বিকেলে সাড়ে ৫টায় শ্রীমঙ্গল সেক্টরের নিয়ন্ত্রনাধিন ৫৫ বিজিবির জোয়ানরা উপজেলার সিন্দুরখান ইউনিয়নের হামিদ পুরের মৃত ছাবু মিয়ার পুত্র ভুট্টুমিয়ার বাড়িতে ও  একই গ্রামের আবু ছায়েদ মিয়ার পুত্র সুহেল মিয়ার বাড়িতে অভিযান চালিয়ে ছোট বড় ২৪টি বস্তায় প্রায় ৫'শ কেজি ভেজাল চা ও ২'শ কেজি কাটের গুড়া জব্দ করেন। অভিযানের নেতৃত্বদেন ৫৫ বিজিবির সহকারী পরিচালক মো: নাসির উদ্দিন চৌধুরী।  

৫৫ বিজিবির সহকারী পরিচালক মো. নাসির উদ্দিন জানান, গোপন সংবাদের ভিত্তিতে তারা এ অভিযান পরিচালনা করেন। তিনি জানান, লাশের কাজে এই পাতা ব্যবহার করার জন্য তৈরি করলেও তারা মানুষের খাওয়ার জন্য বিক্রি করে আসছেন। 

তিনি জানান, বিজিবির উপস্থিতি টের পেয়ে ওই দুই বাড়ির সকল পুরুষেরা পালিয়ে যায়। এ ব্যপারে আইনানুগ ব্যবস্থা নেয়া হচ্ছে। এ ব্যাপারে ৫৫ বিজিবির অধিনায়ক মো. সামিউন্নবী চৌধুরী জানান, পঁচা পাতা, চায়ের গুড়া, সুটা, কয়লার গুড়াসহ বিভিন্ন ক্ষতিকর জিনিস মিশিয়ে পাতা তৈরি করে হকারের কাছে ও ঢাকায় কিছু অসাধু চা ব্যবসায়ীর কাছে বিক্রি করে আসছে। অভিযানের সময় তারা জানায় যে মৃতদেহে এই চা পাতা ব্যবহার হয়। 
কেআই//
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি