পাবনায় পিসিআর ল্যাব ও সেন্ট্রাল অক্সিজেন স্থাপনের দাবি
প্রকাশিত : ০১:১৩, ২৮ জুন ২০২১
পাবনায় পিসিআর ল্যাব, আইসিইউ ও স্ট্রোল হাই ফ্লো অক্সিজেন স্থাপনের দাবিতে মানববন্ধন করা হয়েছে। ‘আমরা পাবনাবাসী'র ব্যানারে মানববন্ধন শেষে জেলা প্রশাসক, পুলিশ সুপার ও সিভিল সার্জন বরাবর স্বারকলিপি দেয় স্বেচ্ছাসেবী সংগঠনের নেতাকর্মীরা।
রোববার দুপুর ১২টার দিকে পাবনা প্রেসক্লাবের সামনে আব্দুল হামিদ সড়কে মানববন্ধনে অর্ক অ্যাসিস্ট্যান্ট অব রিহ্যাবিলিটেশন, কালের কন্ঠ শুভ সংঘ পাবনা শাখা, তহুরা আজিজ ফাউন্ডেশন, পাবনা এ্যাসোসিয়েশন, ইয়োলো ল্যম্প, বিডি ক্লিন,স্পর্শসহ প্রায় ১৫টি সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন এতে অংশ নেয়।
মাববন্ধন চলাকালে বক্তব্য দেন, পাবনা প্রেসক্লাবের সভাপতি এবিএম ফজলুর রহমান, প্রেসক্লাবের সাবেক সম্পাদক আহমেদ উল হক রানা, তহুরা আজিজ ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক দেওয়ান মাহবুব প্রমুখ।
এই পরিস্থিতিতে পাবনায় পিসিআর ল্যাব স্থাপন, আইসিইউ চালু ও সেন্ট্রাল হাই ফ্লো অক্সিজেন ব্যবস্থা চালু করার দাবি জানান বক্তারা। মানববন্ধন শেষে জেলা প্রশাসক, পুলিশ সুপার ও সিভিল সার্জনকে দাবি সম্বলিত স্মারকলিপি প্রদান করেন আয়োজকরা।
কেআই//
আরও পড়ুন