মাদারীপুরে সড়কগুলোতে চলছে যানবাহন
প্রকাশিত : ১০:২২, ২৮ জুন ২০২১
সরকারের নতুন প্রজ্ঞাপনে রিক্সা, পণ্যবাহী যানবাহন ও জরুরী সেবার যানবাহন ছাড়া সকল ধরণের যানবাহন বন্ধ রাখার নির্দেশনা রয়েছে। কিন্তু মাদারীপুরে এখনও মানা হচ্ছে না এ নির্দেশনা। এদিকে নির্দেশনা বাস্তবায়নে মাঠে নেই প্রশাসনও।
আজ সোমবার (২৮ জুন) সকাল থেকে অপ্রয়োজনে ঘর থেকে বের হচ্ছে মানুষ। তাদের মধ্যে স্বাস্থ্যবিধি মানার কোন প্রবণতাই দেখা যায়নি। বাজারগুলোতেও স্বাস্থ্যবিধি লঙ্ঘন করা হচ্ছে। জরুরি যানবাহন নিয়ে সীমিত আকারে চলছে ফেরি।
এদিকে, জেলার সড়কগুলোতে রিক্সার পাশাপাশি মোটরসাইকেল, থ্রিহুইলার, ইজিবাইকসহ বিভিন্ন ছোট যানবাহন যাত্রী নিয়ে চলাচল করতে দেখা গেছে। এখনও মাঠে নামেনি পুলিশ বা প্রশাসনের কেউ।
সকালে শহর ঘুরে দেখা গেছে, মহাসড়ক, আঞ্চলিক সড়ক ও শহরের প্রধান সড়ক যান চলাচলের জন্য খোলা রয়েছে। তবে শহর ও গ্রামে প্রবেশ করার বেশিরভাগ সড়ক বাঁশ দিয়ে বেড়া দিয়ে আটকে দিয়েছে প্রশাসন।
মাস্ক ছাড়া চলাফেরা করছে মানুষ। মাদারীপুরে করোনা বাড়লেও হাসপাতালগুলোতে এখনও কোন চাপ তৈরি হয়নি। শনাক্ত হওয়া বেশিরভাগ রোগীই বাড়িতে থেকে চিকিৎসা নিচ্ছেন।
এএইচ/
আরও পড়ুন