ভারতফেরত সাত নারীসহ করোনায় শনাক্ত ১১
প্রকাশিত : ১২:০৯, ২৮ জুন ২০২১ | আপডেট: ১২:১১, ২৮ জুন ২০২১
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে ভারতফেরত সাত নারীসহ আরও ১১ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এনিয়ে এ স্থলবন্দর দিয়ে ফেরা ৭০ জন যাত্রীর শরীরে করোনা শনাক্ত হলো।
রোববার (২৭ জুন) রাতে ব্রাহ্মণবাড়িয়ার সিভিল সার্জন ডা. একরাম উল্লাহ বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, ভারতে আটকে থাকা বাংলাদেশি নাগরিকরা বিশেষ ব্যবস্থায় আখাউড়া স্থলবন্দর দিয়ে দেশে ফিরছেন। এই পর্যন্ত স্থলবন্দর দিয়ে এক হাজার ৯৮৫ জন দেশে ফিরেছেন। তাদের প্রত্যেককে ১৪ দিনের কোয়ারেন্টাইনে থাকতে হচ্ছে।
ডা. একরাম উল্লাহ আরও জানান, ইতোমধ্যেই ভারতফেরত সবার করোনার নমুনা সংগ্রহ করা হয়েছে। এরমধ্যে মোট ৭০ জনের নমুনায় করোনাভাইরাস শনাক্ত হয়েছে। পাশাপাশি ২৭ জন সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন।
এএইচ/
আরও পড়ুন