ঢাকা, শনিবার   ১৯ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

সরাইলে ৮ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী আটক

সরাইল (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি

প্রকাশিত : ১৫:১৪, ২৮ জুন ২০২১

Ekushey Television Ltd.

ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইলের শাহবাজপুরে হাইওয়ে সড়কে গাড়িতে তল্লাশি চালিয়ে আট কেজি গাঁজাসহ আঃ হামিদ ও রিটন মিয়া নামের দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। 

সোমবার (২৮ জুন) দুপুরে গ্রেফতারকৃতরা পিকআপযোগে গাঁজা নিয়ে বিজয়নগর উপজেলার চান্দুরা থেকে কিশোরগঞ্জ যাওয়ার সময় সরাইলের শাহবাজপুরে হাইওয়ে রাস্তায় গাড়ির গতিরোধ করে তল্লাশি চালায় পুলিশ।

গোপন সংবাদের ভিত্তিতে সরাইল থানার অফিসার ইনচার্জ মোঃ আসলাম হোসেনের নেতৃত্বে এই অভিযান চালানো হয়। এ সময় উক্ত পিকআপ থেকে আট কেজি গাঁজাসহ আঃ হামিদ (৩৪) ও মোঃ রিটন মিয়া (৪০)কে আটক করা হয়।

গ্রেফতারকৃত হামিদ ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরের মেরাশানী গ্রামের মালু মিয়ার ছেলে এবং কিশোরগঞ্জের পাকুন্দিয়ার সৈয়দগাঁও গ্রামের ইজ্জাফত আলীর পুত্র রিটন মিয়া। 

এ ঘটনায় সরাইল থানায় মামলা করা হয়েছে। আসামীদের আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছেন সরাইল থানার অফিসার ইনচার্জ মোঃ আসলাম হোসেন। 

এএইচ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি