ঢাকা, সোমবার   ২৩ সেপ্টেম্বর ২০২৪

আশুগঞ্জে পুকুরে বিষ প্রয়োগ করে ৪০ লাখ টাকার মাছ নিধন

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

প্রকাশিত : ১৭:৩০, ২৮ জুন ২০২১ | আপডেট: ১৭:৩৪, ২৮ জুন ২০২১

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে পূর্ব বিরোধের জের ধরে পুকুরে বিষ দিয়ে সব মাছ নিধন করে দিয়েছে প্রতিপক্ষের লোকজন। এতে প্রায় ৪০ লাখ টাকার ক্ষতি হয়ে বলে দাবি করেছেন মৎস্য ব্যবসায়ি। 

রোববার রাতে উপজেলার শরীফপুর ইউনিয়নের দক্ষিন তারুয়া এলাকায় ইমান আলীর পুকুরে এ ঘটনা ঘটে। সোমবার সকালে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। 

পুকুরের মালিক ইমান আলী অভিযোগ করে বলেন, শরীফপুর ইউনিয়নের চেয়ারম্যান সাইফ উদ্দিন চৌধুরীর সাথে একই এলাকার সুমন চৌধুরীর দীর্ঘদিন যাবত বিরোধ চলে আসছিল। এরই জের ধরে সুমন চৌধুরীর ভাই ইমরান, ফরহাদ মেম্বারের ছেলে রবিন, আজাদ মিয়ার ছেলে মাসুদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইফ উদ্দিন চৌধুরীর ভাই ইমান উদ্দিনের পুকুরে বিষ প্রয়োগ করে। এতে প্রায় ৪০ লাখ টাকার মাছ মরে যায়। পুকুরের পাহাড়াদার সিয়াম বিষয়টি দেখতে পেয়ে তাদের ধরতে গেলে ইমরান, রবিন ও মাসুদ পালিয়ে যায়। 

আশুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাবেদ মাহমুদ জানান, খবর পেয়ে রাতেই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। সোবার সকালে আবারো ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ বিষয়ে অভিযোগ পেলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়া হবে।
কেআই// 
 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি