ঢাকা, সোমবার   ২৩ সেপ্টেম্বর ২০২৪

চুয়াডাঙ্গায় ভারত থেকে অনুপ্রবেশের সময় আটক ৪

চুয়াডাঙ্গা প্রতিনিধি

প্রকাশিত : ২০:৪৯, ২৮ জুন ২০২১ | আপডেট: ২০:৫৪, ২৮ জুন ২০২১

চুয়াডাঙ্গার জীবননগর সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারত থেকে বাংলাদেশে অনুপ্রবেশের অপরাধে এক নারীসহ ৪ জনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

মহেশপুর-৫৮ বিজিবির সহকারী পরিচালক মোহাম্মদ নজরুল ইসলাম খান এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করে জানান, সোমবার সকাল সাড়ে ৮টায় জেলার জীবননগর উপজেলার করিমপুর বাজার থেকে এক নারীসহ ৪ জন ভারত হতে বাংলাদেশে প্রবেশ করে। এ সময় বিজিবি’র সদস্যরা তাদেরকে আটক করে।

আটককৃরা হলেন,মাগুরা জেলার সদর উপজেলার দক্ষিণ শিমুলিয়া গ্রামের সুমন্ত বিশ্বাসের ছেলে সুভন বিশ্বাস (২৪) ও তার স্ত্রী প্রিয়াংকা বিশ্বাস (২২), একই গ্রামের অযুদ্ধ বিশ্বাসের ছেলে সুরঞ্জিত বিশ্বাস (২২) এবং নির্পেন বিশ্বাসের ছেলে তরুন বিশ্বাস (২৩)।

তিনি আরও জানান, আটককৃতদের বিরুদ্ধে পাসপোর্ট অধ্যাদেশ আইন ১৯৭৩ এর ১১ (১) (গ) ধারায় মামলাসহ জীবননগর থানায় হস্তান্তর করা হয়েছে। 
কেআই//
 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি