চাষাঢ়ায় মাদক ব্যবসা নিয়ে দু’গ্রুপের সংঘর্ষে নিহত ১, আহত ৪
প্রকাশিত : ১০:২০, ২৯ জুন ২০২১
নারায়ণগঞ্জ শহরের চাষাঢ়ায় মাদক ব্যবসা নিয়ন্ত্রণকে কেন্দ্র করে দু’গ্রুপের সংঘর্ষে অজ্ঞাত এক যুবক নিহত হয়েছে। এসময় গুরুতর আহত হয়েছেন আরও চারজন। আহতদেরকে ঢাকা মেডিক্যালে পাঠানো হয়েছে।
সোমবার (২৮ জুন) রাতে চাষাঢ়া রেলস্টেশন এলাকায় এই সংঘর্ষের ঘটনা ঘটে।
জানা গেছে, চাষাঢ়া মাদকের স্পটটি পরিচালনা করতো মানিক ও শামীম। ব্যবসাটি নিয়ন্ত্রণে নিতে ইসদাইর বুড়ির দোকান এলাকার জুয়েল ও সোহাগ গ্রুপ তাদেরকে মারধর করে। এ নিয়ে কয়েকদিন ধরেই উত্তেজনা বিরাজ করছিল। এর এক পর্যায়ে গত রাতে উভয়পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে একে অন্যের উপর হামলা চালায়।
এসময় অজ্ঞাত পরিচয় যুবকসহ চারজন গুরুতর আহত হয়। তাদেরকে উদ্ধার করে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে নিলে একজনের মৃত্যু হয়। আহত জুয়েল, সোহাগ ও জামানকে আশঙ্কাজনক অবস্থায় ঢকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
ফতুল্লা মডেল থানায় অফিসার ইনচার্জ রাকিবুজ্জামান জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পরিস্থিতি এখন শান্ত রয়েছে। এ ঘটনায় নিহত হয়েছে একজন, আহতদের ঢামেকে পাঠানো হয়েছে। জড়িতদের গ্রেফতারে পুলিশের অভিযান চলছে বলে জানান তিনি।
এএইচ/
আরও পড়ুন