ঢাকা, বৃহস্পতিবার   ০২ জানুয়ারি ২০২৫

নোয়াখালীতে করোনায় আক্রান্ত ১৩৭, মৃত্যু ১

নোয়াখালী প্রতিনিধি

প্রকাশিত : ১৩:২২, ২৯ জুন ২০২১

নোয়াখালীতে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে একজনের মৃত্যু হয়েছে। নতুন করে পজিটিভ শনাক্ত হয়েছেন ১৩৭ জন। এ নিয়ে জেলায় মোট শনাক্ত ১১ হাজার ৫২ জন। 

মঙ্গলবার (২৯ জুন) সকালে এ তথ্য নিশ্চিত করেন জেলা সিভিল সার্জন ডা. মাসুম ইফতেখার। এনিয়ে জেলায় করোনায় মোট মৃত্যু ১৪১ জন।

এদিকে, চলমান লকডাউন কার্যক্রর করতে নোয়াখালী পৌরসভা, চৌমুহনী পৌরসভা ও ৮টি ইউনিয়নে নিয়মিত অভিযান চালাচ্ছে ভ্রাম্যমাণ আদালত। শহরের গুরুত্বপূর্ণস্থানে বসানো হয়েছে পুলিশের চেক পোস্ট। রাস্তার প্রবেশমুখ বাঁশ দিয়ে বন্ধ করে দেওয়া হয়েছে। 

লকডাউনকৃত এলাকায় স্বাস্থ্যবিধি না মানায় বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানকে অর্থদণ্ড করছে ভ্রাম্যমাণ আদালত। 

এএইচ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি