ঢাকা, রবিবার   ২৬ জানুয়ারি ২০২৫

দুর্ঘটনা রোধে এলাকা ভিত্তিক কাজের আহবান ইলিয়াস কাঞ্চনের

বাগেরহাট প্রতিনিধি

প্রকাশিত : ১৪:২৬, ২৯ জুন ২০২১ | আপডেট: ১৪:২৭, ২৯ জুন ২০২১

‘নিরাপদ সড়ক চাই’ (নিসচা) চেয়ারম্যান ইলিয়াস কাঞ্চন দুর্ঘটনা রোধে এলাকা ভিত্তিক সংগঠনগুলোকে কাজ করার আহবান জানিয়েছেন। বাগেরহাট জেলা কমিটির সাথে ভার্চুয়াল আলোচনা অনুষ্ঠানে এই আহবান জানান তিনি। 

মহামারী করোনার মধ্যে ‘নিরাপদ সড়ক চাই’ সংগঠনের শাখাগুলো সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করছে তার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি। এছাড়া ভবিষ্যতে নানা পরিকল্পনার বিষয়ে দিক নির্দেশনা দেন নিরাপদ সড়ক চাই’ (নিসচা)’র চেয়ারম্যান। 

যুব সমাজকে মোটরসাইকেল চালানোর ক্ষেত্রে অধিক সতর্ক ও সঠিক নিয়ম মেনে চলার পাশাপাশি অভিভাবকদেরও সচেতন হওয়ার অনুরোধ জানান ইলিয়াস কাঞ্চন। 

বাগেরহাট জেলা শাখার সভাপতি আলী আকবর টুটুলের সভাপতিত্বে ভার্চুয়াল এ সভায় বক্তব্য রাখেন কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক এস এম আজাদ হোসেন, বাগেরহাট শাখার সাধারণ সম্পাদক মোঃ আব্দুর রব সরদার, সহ সভাপতি মোঃ আসাদুজ্জামান শেখ, সহ সাধারণ-সম্পাদক এইচ এম মইনুল ইসলাম, আলমগীর হোসেন মীরু, অর্থ সম্পাদক এস এস শোহান, সদস্য বাগেরহাট বহুমুখী কলেজিয়েট স্কুলের অধ্যক্ষ মোসাঃ ফারহানা আক্তার, সাদিয়া আফরোজ, কাজি মাহামুদুল কবীর, মোঃ আবু বক্কর সিদ্দিক, শহিদুল ইসলাম, তানজীম আহমেদ ও অনিরুদ্ধ হায়দার।

মহামারীকালীন গত এক বছরে মাস্ক-লিফলেট বিতরণ, প্রতিষ্ঠাবার্ষিকী পালন, প্রশাসনের সাথে মত বিনিময় সভা, জাতীয় দিবস পালনসহ বিভিন্ন সড়কের ঝুকিপূর্ণ এলাকাগুলো সম্পর্কে সংশ্লিষ্টদের অবহিত এবং বাগেরহাট নিরাপদ সড়ক চাই-এর আগামী বছরের পরিকল্পনা তুলে ধরেন জেলা কমিটির সভাপতি আলী আকবর টুটুল।

এএইচ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি