ঢাকা, শনিবার   ০৫ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

বজ্রপাতে আলমডাঙ্গায় কৃষক নিহত

চুয়াডাঙ্গা প্রতিনিধি

প্রকাশিত : ১৪:৩৯, ২৯ জুন ২০২১

Ekushey Television Ltd.

চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় বজ্রপাতে খাইরুল ইসলাম (৪৭) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন। 

মঙ্গলবার (২৯ জুন) বেলা ১১টায় উপজেলার ভোগাইল বগাদী গ্রামে এ ঘটনা ঘটে। নিহত খাইরুল ইসলাম ওই গ্রামের শুকুর মণ্ডলের ছেলে। আহত হামিদুল (৪০) একই গ্রামের মকবুল হোসেনের পুত্র। 

স্থানীয়রা জানায়, আজ সকালে মাঠে কাজ করছিল খাইরুল। এসময় বৃষ্টির সাথে বজ্রপাত শুরু হয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে মাঠের অন্য কৃষকরা তার মরদেহ উদ্ধার করে বাড়িতে নিয়ে আমে। একইসাথে বজ্রপাতে আহত হন অন্য এক কৃষক। তিনি চুয়াডাঙ্গা সদর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা শেষে বাড়ি ফিরেছেন।

এদিকে আহত হামিদুল জানান, তারা দুজনেই গ্রামের আহাদ আলীর ধানের জমিতে কাজ করার সময় বজ্রপাতের ঘটনা ঘটে।

ভাংবাড়িয়া ইউনিয়ন পরিষদের ৯নং ওয়ার্ড সদস্য সাজেদুল ইসলাম জানান, নিহতের মরদেহ দাফনের জন্য প্রস্তুতি চলছে

আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর কবির এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। 

এএইচ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি