কালিয়াকৈরে অবৈধ স্থাপনা উচ্ছেদ, বনের জমি উদ্ধার
প্রকাশিত : ১৬:০৭, ২৯ জুন ২০২১
গাজীপুরের কালিয়াকৈর রেঞ্জের চন্দ্রা বিটের অধীনে বনের জমিতে অবৈধভাবে গড়ে ওঠা স্থাপনা উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়েছে। এসময় শতাধিক বাড়িঘর ও দোকানপাট গুঁড়িয়ে দেয়া হয়।
মঙ্গলবার (২৯ জুন) দুপুরে বন বিভাগ, উপজেলা প্রশাসন ও পুলিশ প্রশাসন যৌথভাবে এই অভিযান চালায়।
অবৈধ স্থাপনা উচ্ছেদের মধ্য দিয়ে প্রায় ২০ কোটি টাকা মূল্যের জমি উদ্ধার করা হয়। উচ্ছেদ অভিযানে নেতৃত্ব দেন সহকারী কমিশনার ভূমি আদনান চৌধুরী।
উচ্ছেদ অভিযানে আরও উপস্থিত ছিলেন ঢাকা বিভাগীয় সহকারী বন সংরক্ষক সাজেদুল আলম, কালিয়াকৈর চন্দ্রা রেঞ্জ কর্মকর্তা আশরাফুল আলম সহ কর্মকর্তা-কর্মচারীরা।
এএইচ/
আরও পড়ুন