ঢাকা, বৃহস্পতিবার   ২৩ জানুয়ারি ২০২৫

করোনায় কুয়াকাটা নারী কাউন্সিলরের মৃত্যু

কুয়াকাটা (পটুয়াখালী) প্রতিনিধি

প্রকাশিত : ১৪:৩৫, ৩০ জুন ২০২১

কুয়াকাটা পৌরসভার নারী কাউন্সিলর হাসনেয়ারা বেগম করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন। ২৯ জুন (মঙ্গলবার) রাতে বরিশাল শেরই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

কুয়াকাটা পৌরসভা জানিয়েছে, পৌরসভার ৭, ৮ ও ৯নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা কাউন্সিলর হাসনেয়ারা বেগমের গত সোমবার করোনায় পজিটিভ শনাক্ত হয়। 

এরপর মঙ্গলবার সকালে বরিশাল সেবাচিম হাসপাতালে নিয়ে গেলে সেখানের করোনা ইউনিটে তাকে ভর্তি করা হয়। এর কয়েক ঘণ্টার ব্যবধানে রাতে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। এই নারী কাউন্সিলরের অকাল মৃত্যুতে কুয়াকাটা পৌর মেয়রসহ কাউন্সিলরা শোক জানিয়েছেন।

এদিকে, সংক্রমণে কাউন্সিলর হাসনেয়ারা বেগমের মৃত্যুতে কুয়াকাটা পৌর এলাকায় শোকের পাশাপাশি ব্যাপকভাবে করোনা আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

এএইচ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি