ঢাকা, রবিবার   ২২ ডিসেম্বর ২০২৪

কাভার্ড ভ্যানের চাপায় পুলিশ সদস্যের স্ত্রী নিহত

মাদারীপুর প্রতিনিধি

প্রকাশিত : ১৫:৫৪, ৩০ জুন ২০২১

মাদারীপুরে কাভার্ড ভ্যানের চাপায় রোজিনা পারভিন (৪৫) নামে এক পুলিশ সদস্যের স্ত্রীর নিহত হয়েছেন। এসময় নিহতের ছেলে মাহফুজুর রহমান আহত হন। নিহত রোজিনা এএসআই জালাল আহম্মেদের স্ত্রী। তিনি বরগুনা জেলা পুলিশ লাইনে কর্মরত আছেন।

বুধবার (৩০ জুন) দুপুরে ঢাকা-বরিশাল মহাসড়কের মস্তফাপুরের বড় ব্রীজের উপর এ সড়ক দুর্ঘটনা ঘটে। 

মা ও ছেলে ঢাকা থেকে বরগুনার নিজ বাড়িতে ফিরছিলেন। তারা নদী পার হয়ে মাদারীপুরের কাঁঠালবাড়ী থেকে মোটরসাইকেল যোগে যাচ্ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে ঢাকা-বরিশাল মহাসড়কে মস্তফাপুর নামক স্থানে একটি কাভার্ড ভ্যান বিপরীত দিক থেকে আসা বরগুনাগামী একটি মোটরসাইকেলের সঙ্গে সংঘর্ষ হয়। এসময় রোজিনা পারভিনের ঘটনস্থলে মারা যান এবং তার ছেলে মাহফুজুর রহমানকে গুরত্বর আহত অবস্থায় মাদারীপুর সদর হাসপাতালে নেয়া হয়।

মাদারীপুর সদর থানার ওসি (তদন্ত) মো. রেজাউল করিম ঘটনা নিশ্চিত করে জানান, আমরা ঘটনাস্থলে এসে লাশটি উদ্ধার করে হাইওয়ে পুলিশের কাছে হস্তান্তর করেছি। উক্ত কাভার্ড ভ্যানটিকে আটক করা হয়েছে।

এএইচ/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি