ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

লালপুরে পদ্মা নদীতে ডুবে শিশুর মৃত্যু

নাটোর প্রতিনিধি

প্রকাশিত : ২১:৪৭, ৩০ জুন ২০২১ | আপডেট: ২১:৫১, ৩০ জুন ২০২১

নাটোরে লালপুরে পদ্মা নদীর পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে। বুধবার দুপুর ১টার দিকে উপজেলা বিলমাড়িয়া এই ঘটনা ঘটেছে। নিহত নূরি (১১) উপজেলা বিলমাড়িয়া ইউনিয়নে মহারাজপুর গ্রামে আব্দুল হান্নানের মেয়ে।

এলাকাবাসী জানায়, বুধবার দুপুরে নিহত নূরি তার বাড়ির পাশে পদ্মা নদীতে গোসল করতে যায়। সাঁতার কাটতে না জানাই গোসল করতে নেমে পদ্মার পানিতে ডুবে যায়। স্থানীয়রা তাকে আশংকাজনক অবস্থায় তাকে উদ্ধার করে লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে  নিয়ে গেলে  কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

লালপুর থানা অফিসার ইনচার্জ (ওসি) ফজলুর রহমান ও বিলমাড়িয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মিজানুর রহমান মিন্টু ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
কেআই//
 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি