ঢাকা, রবিবার   ২২ ডিসেম্বর ২০২৪

মাদারীপুরে কঠোর লকডাউনে রাস্তাঘাট ফাঁকা

মাদারীপুর প্রতিনিধি

প্রকাশিত : ১১:১৬, ১ জুলাই ২০২১

কঠোর লকডাউনের প্রথম দিনে মাদারীপুর রাস্তাঘাট ফাঁকা। শুনশান নিরাবতা শহর জুড়ে। মোড়ে মোড়ে বসানো হয়েছে পুলিশ চেকপোস্ট। বাজারগুলোতে কিছু সংখ্যক মানুষ দেখা গেলেও তেমন ভীড় নেই। ফার্মেসী ছাড়া বন্ধ রয়েছে শহরের সমস্ত দোকানপাট। 

বৃহস্পতিবার (১ জুলাই) সকাল থেকে জনসাধারণের চলাচলও খুবই কম দেখা গেছে। বন্ধ রয়েছে বেশিরভাগ হোটেল-রেঁস্তোরাও। সেই সঙ্গে বন্ধ রয়েছে সকল প্রকার সরকারি-বেসরকারি অফিস, গণপরিবহনসহ অন্যান্য যন্ত্রচালিত যানবাহন।

বাংলারবাজার ফেরিঘাটে জরুরি যানবাহন ছাড়া অন্য কোন যানবাহন নেই বললেই চলে। নেই জনসাধারণের তেমন উপস্থিতিও। বন্ধ রয়েছে লঞ্চ ও স্পীডবোট।

ঘাট ম্যানেজার সালাউদ্দিন জানিয়েছেন, জরুরি যানবাহন ও পণ্যবাহী ট্র্যাক নিয়ে প্রয়োজন অনুসারে ফেরি চলাচল করছে।

মাদারীপুরের জেলার প্রশাসক ড. রহিমা খাতুন জানিয়েছেন, লকডাউন কার্যকর করতে ইতিমধ্যে ৫ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট মাঠে কাজ করছেন। আর বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যরা ঢাকা থেকে রওয়ানা দিয়েছে। দুপুরের মধ্যে মাদারীপুরে কাজ শুরু করবেন তারা।

গত ২৪ ঘন্টায় মাদারীপুরে নতুন করে করোনাভাইরাসে শনাক্ত হয়েছেন ৩৮ জন। শনাক্তের হার ৩৫ দশমিক ৮৪ ভাগ। হাসপাতালে আইসোলেশনে চিকিৎসাধীন আছেন ১০ জন এবং হোম আইসোলেশনে রয়েছেন ৪৪৩ জন।

এএইচ/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি