ঢাকা, শুক্রবার   ২২ নভেম্বর ২০২৪

গাজীপুরে চালু রয়েছে তৈরি পোশাক কারখানা

গাজীপুর প্রতিনিধি

প্রকাশিত : ১১:৪৫, ১ জুলাই ২০২১

গাজীপুরে স্বাস্থ্যবিধি ও নিজস্ব ব্যবস্থাপনায় চালু রাখা হয়েছে তৈরি পোশাক কারখানা। সকাল থেকে এসব কারখানায় স্বাস্থ্যবিধি মেনে প্রবেশ করে কাজ শুরু করে শ্রমিকরা। দূরদূরান্তের কর্মকর্তা ও স্টাফদের জন্য নিজস্ব পরিবহনের ব্যবস্থা করে কারখানা কর্তৃপক্ষ। 

করোনাভাইরাস মোকাবেলায় শরীরের তাপমাত্রা মাপা, হাত ধোঁয়ার প্রয়োজনীয় ব্যবস্থা ও সামাজিক দূরত্বের ব্যবস্থা নিয়েছে মালিকপক্ষ। 

জেলা শিল্প পুলিশের তথ্য মতে, গাজীপুরে ২ হাজার তৈরি পোশাক কারখানা রয়েছে। এসব কারখানায় কাজ করছেন অন্তত ১৬ লাখ শ্রমিক।
 
এদিকে, সরকার ঘোষিত কঠোর লকডাউনের প্রথম দিন গাজীপুরে কড়াকড়ি ব্যবস্থা নিয়েছে প্রশাসন। সকাল থেকে মহাসড়কের গুরুত্বপূর্ণ পয়েন্টে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও পুলিশ সদস্যদেরকে তৎপর দেখা গেছে। পণ্যবাহী ট্রাক, লড়ি ছাড়া দূরপাল্লার যানবাহন বন্ধ রয়েছে। 

গাজীপুরে গত ২৪ ঘন্টায় করোনায় পজিটিভ হয়েছেন ২২ জন। এই নিয়ে জেলায় করোনায় ১২ হাজার ৬১৩ জন আক্রান্ত হলেন। 

এএইচ/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি