ঢাকা, শুক্রবার   ০৪ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

পাহাড় ধসে রাঙ্গামাটিতে ক্ষতিগ্রস্ত ২সহস্রাধিক মানুষ আশ্রয়কেন্দ্রে

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:২২, ১৯ জুন ২০১৭

Ekushey Television Ltd.

পাহাড় ধসে রাঙ্গামাটিতে ক্ষতিগ্রস্ত ২ হাজারেরও বেশি মানুষ এখনো আশ্রয়কেন্দ্রে অবস্থান করেছেন। দ্রুত পুনর্বাসন চেয়েছেন তারা।
এছাড়া জেলার সড়ক যোগাযোগ ব্যবস্থা এখনো সচল হয়নি। সেনাবাহিনী ইঞ্জিনিয়ারিং কোরের তত্তাবধানে সংস্কার কাজ অব্যাহত রয়েছে। এদিকে, মৌলভীবাজারো বড়লেখায় ডিমাইয়ে পাহাড় ধসের ঝুকিপুর্ণ এলাকার বাসিন্দাদের নিরাপদ জায়গায় সরিয়ে নিয়েছে প্রশাসন। আর ঢলের প্লাবিত এলাকার পানি কিছুটা কমেছে। তবে বেশ কিছু জায়গায় কাঁচা বাড়িঘর ও রাস্তাঘাট ক্ষতিগ্রস্ত হয়েছে। খাগড়াছড়ির রামগড়, লক্ষ্মীছড়িতে পাহাড় ধসের ক্ষতিগ্রস্ত রাস্তাঘাট সংস্কার করা কাজ চলছে। এছাড়া ঢলে প্লাবিত গুইমারা ও মানিকছড়ি উপজেলার বিভিন্ন এলাকার পানি নেমে গেছে। এসব জায়গার নিম্নœাঞ্চলে সবজির ক্ষেতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি