ঢাকা, শনিবার   ০২ নভেম্বর ২০২৪

বরিশালে লকডাউন বাস্তবায়নে মাঠে নেমেছে প্রশাসন

বরিশাল প্রতিনিধি

প্রকাশিত : ১৪:২৬, ১ জুলাই ২০২১

সরকারের নির্দেশনা অনুযায়ী মহানগরী বরিশালে পালিত হচ্ছে কঠোর লকডাউন। আজ সকাল থেকে লকডাউন কঠোরভাবে বাস্তবায়নে মাঠে নেমেছেন বিভাগীয় কমিশনারসহ প্রশাসনের উর্ধ্বতন র্মকর্তারা। 

বৃহস্পতিবার (১ জুলাই) কঠোর লকডাউনের প্রথম দিন নগরীর ২০টি গুরুত্বপূর্ণ পয়েন্টে রাখা হয়েছে ২০ জন নির্বাহী ম্যাজিষ্ট্রেটকে। পাশাপাশি র‌্যাব, পুলিশ ও আনসার বাহিনী মহড়া অব্যাহত রেখেছে। 

নগরীতে জরুরি ছাড়া সকল ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে। বিনা প্রয়োজনে বাইরে বের হলে তাদেরকে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। সকল প্রকারের গণপরিবহন বন্ধ রয়েছে।

এদিকে, করোনা আক্রান্ত রোগীদের সেবা নিশ্চিত করতে জেলা প্রশাসনের পক্ষ থেকে কন্ট্রোল রুম এবং অসংখ্য সিপিবি সদস্য নিয়োগ করা হয়েছে। কেউ আইন অমান্য করে বাইরে বের হলে বা মাক্স ব্যবহার না করলে জেল জরিমানার নির্দেশ দেয়া হচ্ছে।

অপরদিকে, লকডাউনকে কঠোরভাবে বাস্তবায়নে মাঠে নেমেছেন বিভাগীয় কমিশনার সাইফুল হাসান বাদল ও র‌্যাব ৮-এর অধিনায়ক। সরকার ঘোষিত এই লকডাউন বাস্তবায়নে সকলের সহযোগিতা কামনা করছেন জেলা প্রশাসক। 

এএইচ/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি