ঢাকা, বৃহস্পতিবার   ২৩ জানুয়ারি ২০২৫

মৌলভীবাজারে সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৩

মৌলভীবাজার প্রতিনিধি

প্রকাশিত : ১৫:১৮, ১ জুলাই ২০২১

মৌলভীবাজারের আকবরপুর এলাকায় সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন ২ জন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৩ জন। ফল ও সবজি বোঝাই একটি মিনি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পরে গেলে এই হতাহতের ঘটনা ঘটে।

বৃহস্পতিবার (১ জুলাই) সকাল ৮টার দিকে এই দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীরা জানান, ফল ও সবজি বোঝাই মিনি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা লেগে খাদে পরে গেলে ঘটনাস্থলে ২ জন নিহত হন। নিহতরা হলেন কুলাউড়া উপজেলার বরমছাল গ্রামের আব্দুল কাদিরের পুত্র আব্দুল মুহিত সবুজ। অন্যজন হলেন জুড়ি উপজেলার ফুলতলার কোনাগাঁও’র মছকন আলীর ছেলে রফিক উদ্দিন।

এসময় ফায়ার সার্ভিস কর্মীরা গুরুতর আহত অবস্থায় চালকসহ ৩ জনকে উদ্ধার করে মৌলভীবাজার ২৫০ শয্যার সদর হাসপাতালে ভর্তি করে। এদের মধ্যে একজনের অবস্থা অবনতি হলে সিলেট এমএজি ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

মৌলভীবাজার মডেল থানার ওসি ইয়াসিনুল হক জানান, দুর্ঘটনা কবলিত ট্রাকটি ফল ও সবজি বোঝাই করে ঢাকা থেকে আসছিল। ঘটনায় আহত ও নিহতরা সবাই ট্রাকে ছিলেন।

এএইচ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি