ঢাকা, শুক্রবার   ০৪ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

নওগাঁয় বজ্রপাতে যুবকের মৃত্যু

নওগাঁ প্রতিনিধি

প্রকাশিত : ১৫:৩১, ১ জুলাই ২০২১

Ekushey Television Ltd.

নওগাঁয় বজ্রপাতে পূর্ন চন্দ্র প্রামাণিক (১৮) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। সকালে ঘাস খাওয়ানোর উদ্দেশ্যে গরু নিয়ে গ্রামের মাঠে যায় পূর্ন চন্দ্র। এসময় বজ্রপাত ঘটলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। 

বৃহস্পতিবার (১ জুলাই) সকাল ১০টার দিকে নওগাঁ সদর উপজেলার জালালপুর গ্রামে এই ঘটনা ঘটে। নিহত ওই গ্রামের সুপদ প্রামাণিকের ছেলে। 

নিহতের বাবা সুপদ প্রামাণিক জানান, সকালে গরুকে ঘাস খাওয়ানোর জন্য গ্রামের মাঠে যায় পূর্ন চন্দ্র। এসময় বজ্রপাত ঘটলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে স্থানীয়দের সহযোগিতায় মাঠ থেকে তার মরদেহ বাড়িতে আনা হয়। 

নওগাঁ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম জুয়েল ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

অন্যদিকে, জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা কামরুল আহসান জানান, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের মানবিক সহায়তা কর্মসূচির আওতায় নিহতের পরিবারকে ২০ (বিশ) হাজার টাকা আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।

এএইচ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি