ঢাকা, বুধবার   ১৫ জানুয়ারি ২০২৫

নবাবগঞ্জে লকডাউনের প্রথম দিন ১৫ জনকে জরিমানা

দোহার-নবাবগঞ্জ (ঢাকা) প্রতিনিধি

প্রকাশিত : ১৬:৩১, ১ জুলাই ২০২১

ঢাকার নবাবগঞ্জে সরকার ঘোষিত কঠোর লকডাউনের প্রথম দিনে বিধিনিষেধ অমান্য করায় ১৫ জনকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার (১ জুলাই) সকাল থেকে উপজেলার বিভিন্নস্থানে দণ্ডবিধি ১৮৬০ এর ২৬৯ ধারায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এইচ এম সালাউদ্দিন মনজু এবং উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অরুন কৃষ্ণ পাল। 

এসময় সরকারি নির্দেশনা অমান্য করায় ১৩টি মামলায় ১৫ জনকে ১৪ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযানে সহযোগিতা করে সেনাবাহিনী, বিজিবি ও নবাবগঞ্জ থানা পুলিশ।

এদিকে, নবাবগঞ্জে করোনা সংক্রমণ রোধে আগামী ৭ জুলাই পর্যন্ত কঠোর অবস্থানে থাকবে বলে জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা এইচ এম সালাউদ্দিন মনজু।

এএইচ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি