ঢাকা, শনিবার   ০৫ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

নওগাঁয় ফেন্সিডিলসহ দুই মাদক ব্যবসায়ী আটক

নওগাঁ প্রতিনিধি

প্রকাশিত : ১৬:৪২, ১ জুলাই ২০২১

Ekushey Television Ltd.

নওগাঁর ধামইরহাট উপজেলা হরতকিডাঙ্গা গ্রামে অভিযান চালিয়ে ৬০ বোতল ফেন্সিডিলসহ ইসমাইল হোসেন (২১) ও মারুফ হোসেন ওরফে সাদমান (১৬) নামে দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র‌্যাব। 

বৃহস্পতিবার (১ জুলাই) সকালে ধামইরহাট থানায় সোর্পদ করার পর তাদেরকে জেল হাজতে পাঠানো হয়েছে।

এর আগে গতকাল বুধবার রাতে র‌্যাব-৫, সিপিসি-৩, জয়পুরহাট র‌্যাব ক্যাম্পের একটি অপারেশনাল দল কোম্পানী কমান্ডার ফ্লাইট লেফটেন্যান্ট মারুফ হোসেন খানের নেতৃত্বে ওই দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করে।

ফ্লাইট লেফটেন্যান্ট মারুফ হোসেন খান জানান, গ্রেপ্তারকৃতরা পাবনা জেলার চাটমোহর উপজেলার আফ্রাতপাড়া গ্রামের হাসেম আলীর ছেলে ইসমাইল হোসেন ও একই গ্রামের রেজাউল করিমের ছেলে মারুফ। তারা দীর্ঘদিন ধরে মাদকসহ বিভিন্ন ধরনের মাদক পাচার করে আসছিল। 

ওইদিন রাতে গোপন সংবাদের ভিত্তিতে ভারত সীমান্ত সংলগ্ন ধামইরহাট উপজেলার হরতকিডাঙ্গা গ্রামের জনৈক আব্দুল মান্নানের দোকানের সামনে থেকে ৬০ বোতল ফেন্সিডিলসহ তাদেরকে গ্রেপ্তার করা হয়। এসময় তাদের কাছ থেকে একটি মোটরসাইকেল, দুটি মোবাইল জব্দ করা হয়েছে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা দীর্ঘদিন ধরে মাদক পাচার করে আসছিল বলে র‌্যাবের কাছে স্বীকার করেছে।

এএইচ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি